কভারেজ নিউজমফস্বল সংবাদ

বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) চাটখিল উপজেলা শাখার ঈদ পুণর্মিলনী সভা

আলমগীর হোসেন হিরু, চাটখিল, নোয়াখালী : বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) চাটখিল উপজেলা শাখার আয়োজনে আজ ২৭ জুন (বৃহস্পতিবার) বিকেলে চাটখিল প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলায় ঈদ পুণর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
বাসাস চাটখিল উপজেলা শাখার সভাপতি প্রভাষক জসিম মাহমুদ-এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদ মোহাম্মদ তুষার-এর পরিচালনায় বক্তব্য রাখেন – বাসাস কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  এইচ.এম আলী তাহের ইভু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য ইমরুল চৌধুরী রাসেল, চাটখিল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, সাংবাদিক গোলাম সারোয়ার জুয়েল, খালেদ হোসেন জুয়েল, মোজাম্মেল  হক লিটন, ইলিয়াস কাঞ্চন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াজ খান, বাংলাদেশ সাংবাদিক সমিতি’র চাটখিল শাখার সহ-সভাপতি মোহাম্মদ রহমত উল্যা, নির্বাহী সদস্য প্রফেসর দীন মোহাম্মদ, আলমগীর হোসেন হিরু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।
বক্তারা সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক সমিতি-বাসাস এর ভূমিকার প্রশংসা করে বলেন, সারাদেশে সাংবাদিকদের কল্যাণে বাসাস আরো জোরালো ভূমিকা পালন করবে।
এ সময় বক্তরা আরোও বলেন, চাটখিল পৌর বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক  চুরির ঘটনা দুঃখজনক, পৌরসভা কর্তৃক নাইট গার্ডদের যথাযথ মনিটরিংয়ের অভাবে, সুষ্ঠ বাজার ব্যবস্থাপনার ঘাটতির ফলে চুরি ক্রমেই বাড়ছে। এজন্য পৌর কর্তৃপক্ষ ও থানা পুলিশকে যৌথভাবে জোরালো ভূমিকা পালনের আহবান জানান তারা।
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments