আন্তর্জাতিকআন্তর্জাতিক সংবাদ

বসন্ত উৎসব উপলক্ষ্যে বিভিন্ন দেশের চীনা দূতাবাসে উদযাপনী অনুষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট : বসন্ত উৎসব উপলক্ষ্যে বিভিন্ন দেশের চীনা দূতাবাসে বৈশিষ্ট্যময় উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

পানামায় চীনা দূতাবাসে অনুষ্ঠিত হয় ২০২৪ পানামা “আনন্দময় বসন্ত উৎসব” শিরোনামে সংগীতানুষ্ঠান। পানামায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়ে ছিয়াং, লাতিন আমেরিকা সংসদের স্পিকার গঞ্জালেজসহ তিন শতাধিক অতিথি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংগীতানুষ্ঠানে চীন ও পানামার শিল্পীরা চীনা ও বিদেশি বাদ্যযন্ত্রের সমন্বয়ে সংগীত বাজিয়েছেন। লাতিন আমেরিকা ও পানামার নেতা চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে চীনাদের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন।

লাতিন আমেরিকা সংসদের স্পিকার গঞ্জালেজ লাতিন আমেরিকা সংসদের স্পিকার গঞ্জালেজ বলেন, চীনা নববর্ষ উপলক্ষ্যে চীনা মানুষদেরকে জানাই শুভেচ্ছা। সবার সুস্থতা, সুখ ও সমৃদ্ধি কামনা করি।

পানামার উপ পররাষ্ট্রমন্ত্রী ডেল কারমেন বলেন, আমি বিশ্বাস করি, পানামা ও চীনের মধ্যে সংযুক্তি আরও দৃঢ় হবে। আমাদের মৈত্রী গভীরতর হবে।

অন্যদিকে, জোহানেসবার্গে চীনা দূতাবাসে বসন্ত উৎসবের অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজিত হয়। চীন ও দক্ষিণ আফ্রিকার তিন শতাধিক অতিথি এতে অংশগ্রহণ করেন। চীনা কোম্পানি, প্রবাসী চীনা ও স্থানীয়দের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন।

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী চীনা সি ছিন পিং বলেছেন, আমরা শান্তিপূর্ণ, সুখী ও সফল ড্রাগনবর্ষ প্রত্যাশা করি। আমরা চীন-দক্ষিণ আফ্রিকা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অবদান রাখব এবং দেশের সমৃদ্ধি ও মানুষের সুখী জীবন কামনা করি। সূত্র:  চায়না মিডিয়া গ্রুপ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments