আন্তর্জাতিক সংবাদ

বসন্তে চীন: চীনা সুযোগ, বিশ্বের সঙ্গে ভাগাভাগি’ শীর্ষক বৈশ্বিক সংলাপ

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের উদ্যোগে ‘বসন্তে চীন: চীনা সুযোগ, বিশ্বের সঙ্গে ভাগাভাগি’ শীর্ষক বৈশ্বিক সংলাপ কাতারের দোহায় অনুষ্ঠিত হয়েছে। সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-মন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং এক ভিডিও বক্তৃতা দেন। কাতারে চীনের রাষ্ট্রদূত ছাও সিয়াও লিন, কাতার মিডিয়া সিটি বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর সাইর, আরব পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি-জেনারেল বাশার, কাতারের হামাদ বিশ্ববিদ্যালয়ের মিডল ইস্ট স্টাডিজ বিভাগের পরিচালক হাসান এবং প্রায় শতাধিক রাজনৈতিক, ব্যবসায়িক, একাডেমিক এবং মিডিয়া প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা চীনের উচ্চ-মানের উন্নয়ন এবং বহির্বিশ্বের জন্য উচ্চ-স্তরের উন্মুক্তকরণ কাতারে নিয়ে যাওয়া এবং ভবিষ্যতের জন্য চীন ও কাতারের ব্যবহারিক সহযোগিতা প্রচারের মতো বিষয়ে মতবিনিময় ও আলোচনা করেছেন।

শেন হাই সিয়োং বলেন, এ বছর চীনের দুই অধিবেশনে, প্রেসিডেন্ট সি চিন পিং অবিচ্ছিন্নভাবে প্রাতিষ্ঠানিক উন্মুক্তকরণ এবং ক্রমাগত আন্তর্জাতিক সহযোগিতার স্থান প্রসারিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। চীনের উন্নয়নকে বিশ্ব থেকে আলাদা করা যায় না এবং বিশ্বের সমৃদ্ধির জন্যও চীনকে প্রয়োজন।

তিনি আরও বলেন, চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন পরিচালিত একটি বৈশ্বিক জরিপ অনুসারে, ৯০ শতাংশেরও বেশি উত্তরদাতা মনে করেন, চীনের ‘বড় বাজার’ বিশ্বে ‘বড় সুযোগ’ নিয়ে আসবে। চীনের উন্মোচিত দ্বার আরও প্রশস্ত ও বিস্তৃত হবে, বিশ্ব উন্নয়নে আরও স্থিতিশীলতা ও নিশ্চয়তা দেবে।

অনুষ্ঠানে, কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কাতারের হামাদ বিশ্ববিদ্যালয়, কাতার ইউনিভার্সিটি, কাতারের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, সেই সঙ্গে চীনা শিক্ষার্থী এবং কাতারে চীনা অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতো কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোর দশ জনেরও বেশি কাতারি তরুণ প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। অতিথিরা একমত হন যে, অর্থনীতি, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতির মতো বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাস্তবসম্মত সহযোগিতা গভীর করা চীন-কাতার সম্পর্কের স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নে দীর্ঘস্থায়ী প্রেরণা জোগাবে।

সূত্র: জিনিয়া-তৌহিদ-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments