“বসন্তের হারানো মায়া”
বহিছে নিরব বাতাস,
মেঘেরা করছে হা -হুতাশ।
কোমলভাবে দুলছে ফুল
গন্ধ ছড়াচ্ছে কুল।
পদ্মার মতো ভাসছো জলে-
পাখির মতো উড়ছো ডানা মেলে।
মন খুলে তো গাইছি গান
আর করো না অভিমান!
বসন্তে দেখেছি তোমায়।
সেই জমানো মায়ায়;
হারিয়েছি তোমায় সেই বসন্তে,
নিস্তব্ধ আকাশের শেষ প্রান্তে!
খুজেছি তোমায় শত বছর
খুজোনি আমায় এক প্রহর।
যদিও তুমি রয়েছো দূরে
তবুও রাখবো হৃদয়েরই নীড়ে।
নীরব হাওয়াই শীতল চোখে
দেখছি তোমায় স্বপ্ন চোখে।
তাই তো আঁকছি তোমার ছবি-
আমি তো হয়েছি তোমারই কবি।
ফিরবেনা কী কোনোদিন
অপেক্ষায় রবো কত দিন!
দিন যায়, সপ্তাহ যায়, বছর যায়
আমি তো শুধু অপেক্ষায় থেকে যায়!
জানিনা কোনদিন হবে এই অপেক্ষার শেষ,
হয়তো তোমায় নিয়ে ঘোরা হবে না আর-
পদ্মার চরের দেশ.!
লেখক পরিচিতি-
আকাশ আহমেদ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মহলগিরী গ্রামে “২৭ ডিসেম্বর ২০০৯ সালে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
পিতা: মোঃ ফিরোজ মিয়া ও মাতা:আল্পনা খাতুন।
বর্তমানে লেখক শাহীন স্কুল বকশীগঞ্জ শাখায় নবম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে লেখাপড়া করছেন এবং সাহিত্যচর্চাও করছেন। লেখক বয়সে ছোট হলেও তার সর্বোচ্চ দিয়ে লেখার চেষ্টা করেছেন।
একাডেমিক বইয়ের পাশাপাশি পড়েন প্রচুর সাহিত্যিক বই এবং সেই তাড়না থেকেই লিখছেন তীব্র আবেগে কবিতা।