বন্যার্তদের মাঝে ত্রাণ নিয়ে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার
[কুমিল্লা] ২৬ আগস্ট, ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্যোগে ২৪ থেকে ২৬ আগস্ট ২০২৪ইং তারিখে দিনব্যাপী কুমিল্লার চৌদ্দগ্রাম অঞ্চলের বাতিসা ইউনিয়নের পাটানন্দী, ভস্করা, ডালবা ও দেবীপুর গ্রামে প্রায় ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
স্মরণকালের ভয়াবহতম বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, মানবাতাবাদী সংগঠন, চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার।
সাধারণ সম্পাদক ড. ফখরুল ইসলাম বাবুর উদ্যোগে, সার্বিক পরিকল্পনায় ছিলেন মোঃ শরীফুল ইসলাম, সমাজল্যান সম্পাদক ও এস এম এফ মুনিম, সাংগাঠনিক সম্পাদক।
আয়োজনের নেতৃত্ব দেন তাহরিমা ইসলাম, সহকারী সম্পাদক, প্রেস ও মিডিয়া। সমগ্র কার্যক্রমে স্বেচ্ছাশ্রম দিয়ে পাশে থেকে কার্যক্রমটি সাফল্যমন্ডিত করেন, একতাই শক্তি সামাজিক কল্যানমুখী সংগঠন কুমিল্লার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা সাইফুল ইসলাম সাগর।
পরবর্তী কার্যক্রম হিসেবে আরো ১৬০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী এবং ১০,০০০ মানুষের জন্য কাপড়সহ প্রস্তুতি গ্রহণ করছে।
বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার। আর এরই মাধ্যমে বাংলাদেশ ও চায়না বন্ধুত্বের সম্পর্ক হবে আরো সুদৃঢ়।