সাহিত্য আসর

“বন্ধন”

 

তোমরা কেন করো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন?
কেন হও একে অপরের থেকে ভিন্ন?
কেন তোমাদের হৃদয়টা এতো জীর্ণ?
আশ-পাশে তাকিয়ে দেখ তুমি কত ঘৃণ্য!

কেন চিন্তা-ভাবনা তোমার ভিন্ন?
কেন পরিবার থেকে ছিন্ন?
কেন একঘেয়ে জীবনে বিচ্ছিন্ন?
কেন একঘেয়ে জীবনকে আপন করে নিয়ে
হতাশায় নিজেকে হারিয়ে ফেলে
জীবনের সাথে সম্পর্ক করছো ছিন্ন ?

কেমন করে তুমি করতে পারো ছিন্ন
জীবনের সুখ-দুঃখের বৈচিত্র্য !
কেন সময়ের আগে জীবনের নিঃশ্বাসে টুঁটি চেপে ধরে
স্বর্গে যাবার পথটি করো বিচ্ছিন্ন ?

 

কবি পরিচিতি-
নাম: মোঃ মানসুর আহমেদ
বাবা: মোঃ জয়নাল আবেদীন
মাতা: জোসনা বেগম
স্থায়ী ঠিকানা: চৌদ্দগ্রাম, কুমিল্লা
বর্তমান ঠিকানা: নাখালপাড়া , তেজগাঁও, ঢাকা -১২১৫
প্রতিষ্ঠানের নাম: সরকারি তিতুমীর কলেজ
শ্রেণী: অনার্স ২য় বর্ষ (২২-২৩)
বিভাগ: ইসলাম শিক্ষা
নাম্বার:০১৫২১৭৪৫৮৮৫

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments