সাহিত্য আসর

বছর দুয়েক আগে

মায়া-মায়া লাগে, ভীষণ মায়া-মায়া লাগে

এতো মায়া লাগেনিতো বছর দুয়েক আগে।

তোর শুন্যতায়, না পাওয়ার অপূর্ণতায়

একা-একা লাগে, না বলা সত্য বর্ণনায়।

সত্যি বলছি তোকে ছাড়া ভীষণ একা-একা লাগে।

 

তুইযে  আমার জীবন-মরণ, তুইযে ভালবাসা

তুইযে আমার অতীত, ভবিষ্যতের আশা।

তুই বিহীন তাই বর্তমানে শুণ্য-শুণ্য লাগে।

 

তুইযে আমার এপার-ওপার মাঝখানেতে আমি

তুইযে আমার দুই পৃথিবীর চেয়েও বেশি দামী।

তুই ছাড়া তাই বেচে থাকা বৃথা-বৃথা লাগে।

 

বঙ্গকবি রায়হান [১৮/০২/২০২৪]

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments