বুলেটিন নিউজমফস্বল সংবাদ

ফুলবাড়ীতে বর্ণাঢ্য দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আরিফুল ইসলাম, স্টাফ করেসপনডেন্ট, ফুলবাড়ী, কুড়িগ্রাম : জনগণের মুখপত্র-এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জনপ্রিয় জাতীয় পত্রিকা “দৈনিক ভোরের দর্পণ”-এর বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের আয়োজনে ৫ মার্চ বিকালে একটি র‌্যালি শেষে উপজেলা প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদ- উল ইসলাম, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী হাসান আলী, সহকারী প্রোগ্রামার আজমল হোসেন, মৎস অফিসার ভারপ্রাপ্ত রায়হান উদ্দিন সরদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব সরকার লিটু, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, উপজেলা যুব মহিলা সভাপতি শামীমা আক্তার পারুল, ফুলবাড়ী ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শামীমা আক্তার,বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, দৈনিক সমকালের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা দৈনিক ভোরের দর্পণ পত্রিকার উত্তরোত্তর সাফল্যতা কামনা করেন।
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments