ফুলবাড়ীতে জাতীয় নারীদিবস পালন
মো. আরিফুল ইসলাম, স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম : নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ শুক্রবার ফুলবাড়ীতে জাতীয় নারীদিবস পালন করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহম্মেদ সভাপতিতে স্বাগতম বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, টেকনিক্যাল অফিসার টি এম এস রফিকুল ইসলাম উদয়স্কুর রবিউল ইসলাম নারী সংগঠনের সভাপতি নার্গিস আক্তার ফায়ার সার্ভিসের কর্মকর্তা আহসান হাবীব সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহম্মেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবে সভাপতি মাহবুব লিটু।