বুলেটিন নিউজ ২৪.কম

Home » প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে চীন অসাধারণ সাফল্য অর্জন করেছে : প্রেসিডেন্ট লি জে-মিয়ং

প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে চীন অসাধারণ সাফল্য অর্জন করেছে : প্রেসিডেন্ট লি জে-মিয়ং

by বুলেটিননিউজ২৪
০ comments

আন্তর্জাতিক : চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল মঙ্গলবার, সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের সঙ্গে ফোনালাপ করেছেন।

লি জে-মিয়ং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সি চিন পিং তাকে আবারও অভিনন্দন জানান। তিনি বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া ঘনিষ্ঠ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৩ বছর ধরে দু’দেশ আদর্শ ও সামাজিক ব্যবস্থার পার্থক্য অতিক্রম করেছে, সক্রিয়ভাবে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাকে উত্সাহিত করেছে এবং অভিন্ন উন্নয়ন অর্জন করেছে। একটি সুস্থ, স্থিতিশীল ও ক্রমাগত গভীরতর চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্ক সময়ের ধারা ও দু’দেশের জনগণের মৌলিক স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ, এবং আঞ্চলিক এমনকি বিশ্বের শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সহায়ক।

তিনি জোর দিয়ে বলেন, চীন ও দক্ষিণ কোরিয়ার উচিত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যে অটল থাকা, সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বের দিকনির্দেশনা দৃঢ়ভাবে মেনে চলা, জয়-জয়ের লক্ষ্যে অটল থাকা, চীন-দক্ষিণ কোরিয়ার কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে উচ্চতর পর্যায়ে উন্নীত করা, দু’দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনা এবং পরিবর্তিত ও বিশৃঙ্খল আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিতে আরও নিশ্চয়তা সঞ্চার করা। দু’দেশের আরো উচিত বিভিন্ন পর্যায়ের যোগাযোগ ও বিনিময় জোরদার করে কৌশলগত আস্থা বাড়ানো, দ্বিপাক্ষিক সহযোগিতা ও বহুপক্ষিক সমন্বয় জোরদার করা, একসঙ্গে বহুপাক্ষবাদ ও অবাধ বাণিজ্য রক্ষা করা, সাংস্কৃতিক আদান-প্রদান গভীরতর করে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো, একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগকে সম্মান করা, দু’দেশের সম্পর্ক সঠিক দিকে এগিয়ে নেয়া নিশ্চিত করা।

লি জে-মিয়ং, সি চিন পিংয়ের সাথে একমত পোষণ করে বলেন, দক্ষিণ কোরিয়া ও চীনের যোগাযোগের দীর্ঘ ইতিহাস রয়েছে, বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ বেশ ঘনিষ্ঠ। প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে চীন অসাধারণ সাফল্য অর্জন করেছে, যা প্রশংসনীয়। তিনি দক্ষিণ কোরিয়া-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন এবং চীনের সঙ্গে সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর উন্নয়ন করা, দু’দেশের জনগণের মধ্যে অনুভূতি উন্নত করা, দু’দেশের সহযোগিতায় আরও বেশি ফলাফল অর্জন করার জন্য চীনের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।

সূত্র : তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

image_print
Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

©2022 Bulletinnews24. All Right Reserved. Designed and Developed by bulletinnews24.com