“প্রেমিকা ও রূপ”
প্রেমিকা!
তুমি শুধু সুন্দর নও বিরহ-ভরা বুক
তুমি নও সন্ধ্যা রাতের জোনাকীর আলো,
তুমি হও হৃদয়ের গোপন ভালোবাসা-অনন্ত প্রেম।
প্রেমিকা!
তুমি হও প্রেমিকের আরাধ্য দেবি
তুমি নও ব্যর্থতা শুধু জীবন চলার পথে,
তুমি হও সাফল্যের চাকা নিয়ে চলো বহুদূর।
প্রেমিকা!
তুমি জলন্ত বহ্নি-প্রলয় অস্ত্র
অন্তর ভাঙার নিঠুর কুঠার বিনাশিনী!
তুমি নির্দয়,হাসির কম্পনে তুলতে পারো
পৃথিবী ধ্বংসের উত্তাল ঢেউ।
প্রেমিকা!
তুমি ভোরের পাখি ডাকো মধুর সুরে
তুমি পুষ্পরেণু, সুন্দর, অপুর্ব, দারুণ বিস্ময়!
তোমার দরদে পূর্ণতা পায় সাজানো ভুবন।
প্রেমিকা!
তুমি হও নিষ্ঠুর পদ্মার ধারা-
বিরহ স্রোতে ভাসিয়ে নিতে পারো প্রেমিক মন,
বিষাদে পুড়াতে পারো হৃদয়-বাগান।
প্রেমিকা!
তুমি হও প্রচণ্ড-অগ্নি শীতল করা নদীর জল-
তুমি হও প্রেমিকের অপুর্ণ বিষাদের পূর্ণতিষ্ণা
তুমি হও ভালোবাসার প্রতিমূর্তি স্বর্গের অপ্সরী।
লেখক পরিচিতি-
নাম-মো.শফিকুল ইসলাম শফিক
জন্ম-১৩/১০/১৯৯৭ ইং
প্রাথমিক শিক্ষা -দেওশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এস এস সি /ধর্মরায় রামধন উচ্চ বিদ্যালয়।
এইচ এস সি /সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ মদন।
ফোন-০১৬১৪৬৫৪৩৮৭
জেলা-নেত্রকোণা,থানা-আটপাড়া, ডাকঘর-সুখারী, গ্রাম-দেওশ্রী
প্রকাশিত যৌথকাব্য-প্রিয়ো নবী’র ভালোবাসা,দুঃখের আঁধার রাত্রি,কবি উদ্যান কবি’র কলমে বিশ্ব।