সাহিত্য আসর

“প্রিয় নবী”

 

চাঁদের চেয়ে সুন্দর ছিলে
ওগো প্রিয় নবী,
হৃদয় মাঝে আঁকি শুধু
তোমার কাবার ছবি।

তুমি এলে মদিনা জুড়ে
রহমত হলো সবই,
ধন্য হলো জগৎ সৃষ্টি
করলেন আমার রবই।

তুমি এলে দুনিয়াতে
নূরের ঝংকা নিয়ে,
তাই জগৎ ধন্য হলো
তোমায় নবী পেয়ে।

আমার প্রিয় নবী হলেন
হযরত মুহাম্মদ স.
মা আমেনা নাম রাখিলেন
প্রিয় আহম্মদ।

মক্কা বাসী ধন্য হলো
তোমায় নবী পেয়ে,
মরণ যেনো হয় নবীজী
তোমার রওজায় গিয়ে।

নবী আমার নয়ন মনি
যাবো কাবার পানে,
কাবা আমার সোনার খনি
হৃদয় টাতো জানে।

লেখক পরিচিতি-

নাম : এইচ এম রানা
জেলা: খুলনা
থানা : দাকোপ
গ্রাম : নলিয়ান

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments