সাহিত্য আসর

“প্রভুর পথে”

প্রভুর পথে চলো রে ভাই
ধরো আল্লার নাম,
ধরাতেও শান্তি পাবে!
আখিরাতেও পাবে অনেক দাম।

পাঁচ ওয়াক্ত নামাজ পরো
দিয়ে তোমার মনও পরান!
সাথে তুমি পরিও ভাই
আল্লাহর আল কুরআন।

হালাল হারাম খাও গো
বেছে, মেনো গুরুজন কে,
সদ্য ব্যবহার করো তুমি!
সবার সনে ধন্য করো সবার মনকে।

রবের কথা মাথায় রেখে,
তুমি চলো দিনও রাএি!
পরকালে হবে ভাই তুমি জান্নাতি।

 

লেখক পরিচিতি- কবি, ও বহুমুখি অভিনেতা সাব্বির হোসেন (বাবু) ৩১ এ ডিসেম্বর ২০০৮ সালে, জামালপুর জেলার ইসলামপুর থানায়, ডাকপাড়া গ্রামে নানিবাড়ি জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস শেরপুর জেলার শ্রীবরদি থানায়। সেখানেই কেটেছে তাঁর শৈশব ও কৌশর। পিতাঃ মোঃ সামছউদ্দিন মিয়া। পেশায় তিনি পশু চিকিৎসক। মাতাঃ মোছাঃ সাহানাজ পারভিন,তিনি গৃহিনী।
অনেক ছোটবেলা থেকেই কবিতা সাহিত্যের প্রতি তার ছিল প্রবল আগ্রহ। সেই আগ্রহ থেকেই তিনি ৫ম শ্রেণি অধ্যায়ন কালে প্রথম কবিতা লেখে। এবং ১০ম শ্রেণি অধ্যায়নকালে তাঁর একটি কবিতা দৈনিক পাবলিক বাংলায় প্রকাশিত হয়। পরে আরো কবিতা থাকা সত্বেও প্রকাশিত হয় নি।
তবে প্রকাশের সর্ব সুযোগ সুবিধা পেলে তাঁর সমস্ত কবিতা প্রকাশ করা হবে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments