প্রথম প্রতিষ্ঠা দিবস বাংলাদেশ সংস্কার পার্টি’র
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সংস্কার পার্টি’র প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ ২০ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব-এর তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে “৫ আগস্টের বিজয় ও ভবিষ্যতের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রফেসর ডঃ দিলারা চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ; সুব্রত বিশ্বাস, নির্বাহী সভাপতি, গণফোরাম; জাতীয়তাবাদি গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মমিনুল আমিন, ফজলুল হক, চেয়ারম্যান, তরুনসঙ্গ; ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি প্রমুখ।
মূল প্রবন্ধ পাঠ করেন লেঃ জেনারেল আমিনুল করিম (অব.) সাবেক অধ্যাপক, মালয়া বিশ্ববিদ্যালয়, কুয়ালামাপুর, মালয়েশিয়া।
সভাপতিত্ব করেন মেজর আমীন আহমেদ আফসারী (অব.) নির্বাহী সভাপতি, বাংলাদেশ সংস্কার পার্টি।