বুলেটিন নিউজশিশু/প্রতিবন্ধী

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরির মেলা

নিজস্ব প্রতিবেদক : প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরির মেলা ১৯ ফেব্রুয়ারি Bangladesh Business and Disability Network (BBDN), ILO-এর সহযোগিতায় বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরির মেলা আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মনি।

রিসোর্স পার্টনার-এর পাশাপাশি অ্যাকসেস বাংলাদেশ চাকুরিদাতা হিসেবেও এই মেলায় অংশগ্রহণ করে। মেলায় আগত চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী ব্যক্তিদের সংস্থার বিভিন্ন খালি পদের প্রেক্ষিতে তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণ এবং দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার কাউন্সেলিং বিষয়ক সেবা প্রদান করে।

মেলায় অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন রিসোর্স পার্টনার হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ-এর জন্য প্রি-ম্যাচিং কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। যার ফলশ্রুতিতে প্রায় ৪৫ জন প্রতিবন্ধী ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ লাভ করে।

উল্লেখ্য যে, মেলার মাধ্যমে পল্লব সাহা, একজন সেরিব্রাল পালসি প্রতিবন্ধী যুবকে অ্যাকসেস বাংলাদেশ Job Placement Officer হিসেবে নিয়োগ দেয় এবং তিনি মেলার প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ড. দীপু মনি-এর নিকট থেকে নিয়োগপত্র গ্রহণ করেন।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন-এর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিদের ও চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। সেই সাথে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন বলেন, আমরা আপনাদের পাশে আছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদের জন্য উপযোগী কর্মপরিবেশ তৈরি ও নিয়োগদানে আমরা বদ্ধপরিকর।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments