সাহিত্য আসর

“প্রণয়ের বাতাস”

বাতাসে মেঘ বইছে
শেষ প্রহরের প্রেমে?
প্রণয়ের ঘুম ভেঙে গেল!
বিরহের দিন জ্যামে।

কবির মনে হাজার শব্দ
প্রিয়তমা কে ভেবে!
মনের মাঝে দুঃখ কথা
প্রতি নিশিতে জাগে।

দুঃখের বনে কাঁদে না কেউ
দেখিয়ে সবাই হাসে।
শেষ হাসিটা ত্যাগ করে যে
প্রেম তার মনেই জাগে।

বৈঠা বিহীন তরীর মনে,
সর্বক্ষন ভয় থাকে!
দুঃখের সাগরে ভেসে যদি যায়
কে ফেরাবে তাকে?

ঘুড়ির মনে আনন্দ – উল্লাস
কতক্ষণই বা থাকে!
টান দিলেই তার হাসি- খুশি সব
দুঃখের আকাশে ভাসে

আলতো করে ছুলেই যদি
দূরে যায় আকাশ
কবেই আমি ছুতাম, সে যে-
প্রণয়ের বাতাস!

লেখক পরিচিতি-

লেখক, আকাশ আহমেদ জন্মগ্রহণ করেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মহলগিরী গ্রামে “২৭ ডিসেম্বর ২০০৯ সালে।”
পিতা: ফিরোজ মিয়া ও মাতা:আল্পনা খাতুন।

বর্তমানে তিনি শাহীন স্কুল বকশীগঞ্জ শাখায় নবম শ্রেণিতে লেখাপড়ার করছেন। তার ছোট থেকে বই পড়া ও লেখালেখি করার প্রবল আগ্রহ ছিল। সেই থেকেই এখন পেশা হিসেবে ছাত্র ও তার সাথে লেখালেখির জগতেও পা রেখেছেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments