পোষা নদী
আকাশ ভরা বৈশাখী মেঘ পুষি আমার বুকে,
আমি তো কবেই জমে পাথর দুঃখ নদীর শোকে।
আমি ক’টা নদী পুষি একটার নাম বাবা,
কত দুঃখ তাঁকে ঘিরে খোঁজ রেখেছে কেবা?
মা নদীটি জনম দুঃখী কান্না জলে ভাসে,
আমার একটু ভালো দেখলে জল মুছে সে হাসে।
ক্ষীণ ধারায় ভাই নদীটি অপার দুঃখ বইছে,
রোগে শোকে দারিদ্রতায় কত জ্বালা সইছে।
বোনটি ছিল স্বচ্ছ জলের প্রিয় একটি নদী,
সেই নদীতে দুঃখের অনল বইছে নিরবধি।
প্রিয়তমা নদী আমার দিত দখিন হাওয়া,
সেই হাওয়াতে ভুলে যেতাম আমার নাওয়া খাওয়া।
সেই নদীও শুকিয়ে এখন ধূ ধূ বালি চড়,
আমার পোষা নদীর বুকে আমিই যেন পর।
বুকে জমা মেঘের দ্যাশে বৃষ্টি হত যদি,
সেই জলেতে ভাসিয়ে দিতাম আমার যতো নদী।
[তারিখ : ১৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ]
কবি পরিচিতি : একরামুল হক দীপু কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পুষ্করিনীরপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা শিক্ষক মা গৃহিণী। ছোটবেলা থেকেই সাহিত্য অনুরাগী কবি স্কুলের দেয়ালিকা ও বিভিন্ন সাহিত্য সাময়িকীতে লেখালেখি করে আসছেন । কবিতা প্রবন্ধ ছোটগল্প ও ছড়া লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনলাইন প্লাটফর্মে নিয়মিত লেখালেখি করে থাকেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুণ্য স্মৃতি বিজড়িত কবিতীর্থ দৌলতপুর এর সংগঠন নজরুল নিকেতন এর যুগ্ম আহ্বায়ক। চট্টগ্রাম সাহিত্য কুটিরের সাধারণ সম্পাদক। এছাড়াও কবি অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর সাথে যুক্ত আছেন। প্রচার বিমুখ এই লেখক সংগঠকের অসংখ্য রচনাবলী তাই অপ্রকাশিত থেকে গেছে।