বিনোদন

পূজা সেনগুপ্ত’র নির্দেশনায় তুরঙ্গমী’র নতুন প্রযোজনা ধরা তরু কাব্য

মো. মনজুরুল ইসলাম (মনজু) : ঈদের বিশেষ নৃত্যানুষ্ঠান হিসেবে ঈদের দিন বিকাল ৫ টায় তুরঙ্গমী’র নতুন প্রযোজনা “ধরা তরু কাব্য”, প্রচারিত হবে বিটিভিতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৃক্ষবন্দনা কবিতা অবলম্বনে ড্যান্স থিয়েটারটি ভাবনা, নকশা, নৃত্য  ও নির্দেশনায় পূজা সেনগুপ্ত । পরিবেশনায় তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার।

২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের নাচের নিজস্ব ধারা নির্মাণ ও নাচে পেশাদারিত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তুরঙ্গমী। এর মধ্যে ২০১৪ ব্যাংকক ইফ ফেস্টিভ্যাল, ২০১৭ ভিয়েতনাম আন্তর্জাতিক নৃত্য উতসব, ২০১৭ দিল্লী ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল, ২০১৮ চীন সিল্ক রোড এক্সপো- ডুঙহুয়াং কনফারেন্স, ২০১৮ রাশিয়া সেন্ট পিটার্সবুর্গ নৃত্য শিক্ষা সম্মেলন, ২০১৮-২২ ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জ, ২০১৯ প্যারিসে জাতিসংঘের ইউনেস্কো সদর দপ্তরে পূজা সেনগুপ্ত’র ভাষণ, ২০২২ ম্যানিলাতে আইটিআই ও জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট উৎসব, ২০২২ দেইগু কালারফুল ফেস্টিভ্যাল, ২০২২ এ জাকার্তায় ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল কালচার ফেস্টিভ্যাল এবং জাভার জনপ্রিয় বান্দুং আর্টস ফেস্টিভ্যাল ২০২২, ২০২৩ এ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে আই টি আই আন্তর্জাতিক নাট্য সম্মেলন, ২০২৩ এ ইন্দোনেশিয়া সরকারের আমন্ত্রণে কিরাম আর্টস ফেস্টিভ্যাল  এ  অংশগ্রহণ উল্লেখযোগ্য।

কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালে প্রথম বাংলাদেশি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং ব্যক্তিগতভাবে পূজা সেনগুপ্ত ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেস্কোর সদস্যপদ লাভ করেন। সংস্কৃতিকে উদ্যোগ হিসেবে গড়ে তরুণ শিল্পীদের কাজের ক্ষেত্র নির্মাণের জন্য ২০১৮ সালে  উদ্যোক্তা পুরষ্কার ‘নুরুল কাদের সম্মাননা’ লাভ করেন পূজা সেনগুপ্ত।    ২০২২ সালে তুরঙ্গমীর প্রযোজনা হোচিমিন এর জন্য ভিয়েতনামের মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে ফ্রেন্ডশীপ মেডেলে ভূষিত হন পূজা সেনগুপ্ত, যা বিদেশীদের জন্য ভিয়েতনামের সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় পুরষ্কারগুলোর একটি ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments