“পুতুল নামক চরিত্র”
নীলিমার গভীরে সমুদ্র
তোমার চোখেও তাই।
চাঁদনির যেমন কোমল হাসি,
তোমার সুখে সুখ পাই।
বেদনা-যুক্ত বিষকাঁটা
কে ফুটাবে বলো?
তোমার জন্য পারি দিবো;
মেঘনা নদীর জলও।
সূর্যাস্ত দেখাবো তোমায়
আমার মনের নীড়ে,
যদি তুমি আসো হৃদয়ে
বৃষ্টির ফোঁটা ঝরে।
সাদা কাগজে, হলুদ খামে
পাঠাও যদি মায়া,
তোমার জন্য হবো আমি
সর্বক্ষণই ছায়া।
ভোরে যখন শিশিরবিন্দু
ঘাসদের করে পবিত্র,
তুমি আমার আসা-অতীত—
পুতুল নামক চরিত্র।
কবি পরিচিতি-
আকাশ আহমেদ একজন নবীন কবি, যিনি অনুভূতির রঙে রাঙিয়ে তুলতে ভালোবাসেন শব্দের ক্যানভাস। জন্ম ২৭ ডিসেম্বর ২০০৯, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মহলগিরী গ্রামে। বর্তমানে তিনি শাহীন স্কুল, বকশীগঞ্জ শাখায় নবম শ্রেণিতে অধ্যয়নরত।
শৈশব থেকেই সাহিত্যের প্রতি গভীর টান অনুভব করেন, যা মূলত তাঁর দাদার লেখা পড়েই জাগ্রত হয়। দাদার সাহিত্যচর্চা এবং কবিতার প্রতি অনুরাগ তাঁকে কবিতা লেখায় অনুপ্রাণিত করে। প্রেম, প্রকৃতি ও আবেগের নান্দনিক প্রকাশ তাঁর কবিতার মূল বৈশিষ্ট্য।
বর্তমানে ‘তোমার স্পর্শে গোধূলি রঙিন’ নামে তার লেখা একটি কাব্যগ্রন্থ ইচ্ছাশক্তি প্রকাশনি প্রকাশ করতে যাচ্ছে, যেখানে প্রেমের বিভিন্ন দিক উঠে আসছে।
কবিতার মাধ্যমে হৃদয়ের গভীরতম অনুভূতি প্রকাশ করাই তাঁর অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে সাহিত্য জগতে তাঁর পদচিহ্ন আরও দৃঢ় হবে, এটাই তাঁর ইচ্ছা।