পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
আলমগীর হোসেন হিরু, চাটখিল, নোয়াখালী : চাটখিলে পানিতে ডুবে মো: হাবিবুর রহমান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়। শিশু হাবিবুর রহমান পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব গোবিন্দ গ্রামের সালামত উল্লাহ মিস্ত্রি বাড়ির হাফেজ মো: পারভেজ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার ( ২৭ জুন) বিকেলে উপজেলার পূর্ব গোবিন্দ গ্রামে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটি বাবা-মায়ের সাথে চাটখিলে ডাক্তার দেখানোর জন্য আসেন। পরে বাড়িতে গিয়ে বাবা’র খিলপাড়া ভাড়া বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছে বাবা মা। তখন পরিবারে সবার অগোচরে শিশু হাবিবুর রহমান বাড়ির পার্শ্ববর্তীতে পুকুরে ডুবে মারা যায়। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন সবাই। কোথাও না পেয়ে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখেন হাবিবুর রহমানের লাশ । পরে তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।