আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তান-চীন হলো প্রতিবেশী ও বিশস্ত বন্ধু : সিজিটিএন সাক্ষাৎকারে জারদারি

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নবম বার চীন সফর করেছেন। এ সময় চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সিজিটিএনের সাংবাদিক তাঁর বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন। সাক্ষাৎকারে জারদারি বলেন, আমি চীনা জনগণকে ভালোবাসি। আমরা সবসময় চীনের সঙ্গে রয়েছি। এবারের চীন সফর আস্থা, সদিচ্ছা এবং গভীর বন্ধুত্বকে কেন্দ্র করে।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্পর্কে জারদারি বলেন, সি একজন মহান এবং দৃঢ়প্রতিজ্ঞ নেতা। আমি তাঁর রাজনৈতিক চিন্তাভাবনা এবং দেশ পরিচালনার পদ্ধতির প্রশংসা করি। প্রেসিডেন্ট সি’র প্রশাসনের শুরু থেকে চীন অনেক অগ্রগতি করেছে।
তিনি বলেন, পাকিস্তান এবং চীন হল প্রতিবেশী ও বন্ধু যারা সুখ-দুঃখ ভাগ করে নেয় এবং এ বন্ধুত্ব চিরকালের। চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সকল দেশই চীনকে বিশ্বাস করে।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ও ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, আমরা আশা করি বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নকে শক্তিশালী করার জন্য পাকিস্তান ও চীনের মধ্যে সহযোগিতামূলক সম্পর্কের পূর্ণ ব্যবহার করব। বিভিন্ন ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ।

মহাকাশ ক্ষেত্রের সহযোগিতা সম্পর্কে তিনি বলেন, চীনের সাথে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে পাকিস্তানের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
জারদারি বলেন, আমি নিজেকে আরও শক্তিশালী করার দিকে বেশি মনোযোগী। পাকিস্তান একটি স্বাধীন দেশ ও আমাদের কিছু দায়িত্ব আছে। একই সাথে, আমরা সর্বদা চীনের দিকে তাকাই এবং চীনের সাথে এগিয়ে যাই।

সূত্র: ছাই-হাশিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments