বুলেটিন নিউজ ২৪.কম

Home » পর্দা নামলো জাতীয় মিষ্টি মেলার

পর্দা নামলো জাতীয় মিষ্টি মেলার

by বুলেটিননিউজ২৪
০ comments

মো. মনজুরুল ইসলাম (মনজু) : দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে ৬ মার্চ শুরু হওয়া প্রথম জাতীয় মিষ্টি মেলা ২০২৪ শেষ হলো আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৫ দিনব্যাপী এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ ১০ মার্চ ২০২৪ শেষ হলো। খাদ্য সংস্কৃতি হিসেবে দেশের ঐতিহ্যবাহী মিষ্টিগুলোকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ ভিন্নধর্মী আয়োজন। এতে অংশ নিয়েছেন দেশের ৬৪টি জেলার প্রত্যন্ত অঞ্চলের মিষ্টি শিল্পীরা।

১০ মার্চ রবিবার সন্ধ্যা ৬.৩০ টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত হয় মিষ্টি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজিত অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারী মিষ্টি শিল্পীদের প্রদান করা হয় সনদপ্রত্র ও ক্রেস্ট।  বিকাল ৫ টায় অ্যাক্রোবেটিক পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান । এরপর শুরু হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং লোক ও সংস্কৃতিক পরিবেশনা।

লোক ও সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই শিল্পী লাবনী শাহরিয়ার-এর কন্ঠে পরিবেশন করেন একক সংগীত ‘আগুন লাগাইয়া দিলো কোনে’; ‘তোমরা কুঞ্জ সাজাও গো’;‘ তোমারে না দেখলে আমার’ এবং ‘আউলা ঝাউল’। সাগর বাউল পরিবেশন করেন ‘প্রাণ গৌর এসে হৃদয়ে বসে’;‘পরমে পরম জানিয়া’; ‘নিন্দা করলে ক্ষতি কি’ এবং ‘তুমি আমার আমি তোমার’। শিল্পী আশিকুজ্জামান বনির কন্ঠে পরিবেশিত হয় ‘সেই মেয়েটি’; ‘শ্রাবণের মেঘ’; ‘ভেঙেছে পিঞ্জর’ এবং ‘পাগলা হাওয়ার তরে’। শিল্পী শারমীন পরিবেশন করেন ‘বসন্ত বাতাস ’;‘বন্দে মায়া লাগাইছে’;‘সোনা বন্দে আমারে’ এবং ‘লাগাইয়া পিরিতের ডুরি’। সবশেষে পরিবেশিত হয় পথিক নবীর ব্যন্ড শো। অনুষ্ঠান উপস্থাপনা করেন আবদুল্লাহ বিপ্লব।

image_print
Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

©2022 Bulletinnews24. All Right Reserved. Designed and Developed by bulletinnews24.com