পর্দা নামলো একুশের সাংস্কৃতিক উৎসব-২০২৪
বিনোদন প্রতিবেদক : আজ ২২ ফেব্রুয়ারি একুশের সাংস্কৃতিক উৎসব-২০২৪-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যার এই আয়োজনে পরিবেশিত হয় দেশের গান, নৃত্য ও আবৃত্তি ও নাটক। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ আয়োজনে এই উৎসব শুরু হয় গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ থেকে।
অমর একুশে বই মেলায় আগত দর্শক উপস্থিতিতে মুখর হয়ে উঠে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চ ‘একুশের সাংস্কৃতিক উৎসব ২০২৪’।
আজ ২২ ফেব্রুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় সমবেত নৃত্য, নৃত্য পরিবেশন করে বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস এবং নৃত্য পরিচালনা করেন নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী। এরপর পরিবেশিত হয় একক সংগীত ‘মাগো ধন্য হল জীবন আমার’ ও ‘একতারা লাগে না আমার/ সুন্দর সুবর্ন তারুণ্য লাবণ্য’, সংগীত পরিবেশন করেন প্রিয়াংকা সরকার পিয়া। এরপর কবিতা আবৃত্তি করেন ডালিয়া আহমেদ। এরপর সমবেত নৃত্য, নৃত্য পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার এবং নৃত্য পরিচালনা করেন সৈয়দা শায়লা আহমেদ লিমা। এরপর পরিবেশন করেন একক সংগীত ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে/ রাষ্ট্রভাষা আন্দোলনো করিলিরে’ সংগীত পরিবেশন করেন অরুপ বিশ্বাস। এরপর ‘এই বাংলার মাটিতে জন্ম আমায় দিও’ ও ‘দেশেতে শহীদ মিনারে ফেব্রুয়ারি আছে’ একক সংগীত পরিবেশন করেন মিথিলা মল্লিক। এরপর বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস পরিবেশন করেন সমবেত নৃত্য, নৃত্য পরিচালনা করেন ফারহানা চৌধুরী। এরপর কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ সামাদ। এরপর পুনম মিত্র পরিবেশন করেন একক সংগীত ‘মাগো ধন্য হলো জীবন আমার’ ও ‘মাগো তোমার ছেলেরা ঘুমায়ে রয়েছে আজ’। সবশেষ ভঙ্গিমা ডান্স থিয়েটার পরিবেশন করে সমবেত নৃত্য, পরিচালনা করেন সৈয়দা শায়লা আহমেদ লিমা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তামান্না তিথি।