সাহিত্য আসর

“পরিবেশ দূষণ”

বহুদিন পর বসিণু আসি মোর সে প্রিয় নদী তটে,
শৈশবের কতো স্মৃতি জড়া তার টলটলে জলে আর স্রোতে,
চলিত রান্না, কাপড় কাচা, উভয় ধারের গ্রামের,
সাঁতারকেটে গোসল করা ছিলো নিত্যকর্ম মোদের…!!
কিন্তু আজ এ কি দেখি হায়,
তাহারে চেনা বড়ো দায়,
এই কি মোর সেই নদী..??
দুই ধার থেকে,
জলের পরিবর্তে,
প্লাস্টিক আবর্জনায় গিয়াছে ভরি…!!
আরেকখানা সুক্ষ স্রোত করিলাম আবিষ্কার,
স্রোত তো নয়, রঙিন জল, বিষাক্ত, কারখানার..!!
আসিনু ফিরিয়া ঘরে অবশেষে,
বসিণু কেদারায় চাঁ হাতে নিয়ে,
পড়িতেছে সংবাদ, শুনিতেছি রেডিওটাতে,
নেমেছিলো নাকি এসিড বৃষ্টি গতকাল রাতে,
কতো লোকের পুড়লো বাগান সেই বৃষ্টিতে,
বিকেলে যবে হৈনু বাহির, বাজারের থলে হাতে,
আচমকা এক ট্রাকের ধোঁয়ায়, ঝাঁপসা দেখি চোখে,
এই তবে হয়েছে হাল, সবুজে ভরা গ্রামটার,
চারিদিকে আজ দূষণ আর দূষণ, কে করিবে প্রতিকার..??
হে মানব, দেখো না বারেক চক্ষু মেলিয়া,
আপন আলয় করেছো ধ্বংস, নগরায়ণকে স্মরিয়া,
জাগো হে মানব, হতে হবে মোদের সচেতন,
বাঁচাতে হবে আপন আলয়, রুখতে হবে পরিবেশ দূষণ…।।

লেখক পরিচিতি-

মোঃ কামরুজ্জামান কাজল বাংলাদেশের একজন তরুণ কবি, যিনি কবিতার মাধ্যমে জীবনের বাস্তবতা, মানবিক মূল্যবোধ, এবং সমাজের নানা দিক তুলে ধরেন। তিনি ২০০৮ সালের ১৭ অক্টোবর রংপুর বিভাগের নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুঁটিমারী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মরহুম মোঃ মনছের আলী এবং মাতা মোছাঃ কোহিনুর বেগম।
শিক্ষাজীবনে তিনি ২০২৪ সালে পানিয়াল পুকুর মডেল স্কুল এন্ড কলেজ থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পাস করেন এবং বর্তমানে ধনতলা রেয়াজ উদ্দীন স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।
তাঁর কবিতায় সংগ্রাম, সাফল্য, মানব অস্তিত্বের অনুসন্ধান, সমাজের বৈষম্য এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন দেখা যায়। বাস্তবতার কঠোরতার সঙ্গে আশার আলো এবং প্রেরণার মিশ্রণে তাঁর কবিতা পাঠকের হৃদয়ে গভীর রেখাপাত করে।
তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে— “বৈপরীত্যের মূল্য”, “মানব পরিচয়”, “ভাবনার সীমা”, “মানব বাঁচে কীসে?”, “একটি শব্দের তরে”, “পরিবেশ দূষণ” এবং “জীবন জয়ের গান”।
তাঁর সাহিত্যকর্ম পাঠকদের চিন্তার নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়তা করে এবং ভবিষ্যতে তিনি আরও সাহিত্যকর্মের মাধ্যমে পাঠক সমাজকে সমৃদ্ধ করার স্বপ্ন দেখেন।
যোগাযোগ:
লেখকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে ইমেইল পাঠাতে পারেন smkkajolislam@gmail.com অথবা ফোনে যোগাযোগ করতে পারেন 01605340951 নম্বরে।
image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments