“পরনিন্দা”
পরনিন্দা ঘৃণিত কাজ
এই পৃথিবীর কূলে,
পরের হিতে এগিয়ে যাই
মন্দ কাজটি ভুলে।
পরনিন্দা করে যারা
শান্তি পায় না মনে,
পরচর্চা অশান্তির মূল
দিবানিশি ক্ষণে।
গীবত করা মন্দ কর্ম
আঁধার ডেকে আনে,
হিংসা নিন্দা আত্মমনে
কষ্ট দেয় যে প্রাণে।
নিন্দা কর্ম পাপের কর্ম
সকল ধর্ম মতে,
অন্যের দোষটা অতি সহজ
জীবন চলার পথে।
জীবন পথে মিলেমিশে
সুন্দর জীবন গড়ি,
হিংসা নিন্দা ঘৃণা করি
সারা জীবন ভরি।
কবি পরিচিতি-
কাজল সূত্রধর প্রত্যয়( শিক্ষক)
এম এ স এস, ডিপিএড
পিতা মৃত কৃষ্ণ মোহন সূত্র ধর
মাতা মৃত প্রিয় বাসী রাণী সূত্র ধর
গ্রাম ও ডাকঘর: ঢাকী উপজেলা:মিঠামইন জেলা:কিশোরগঞ্জ
ছোট বেলা থেকেই লেখালেখি করি। আমার প্রথম কবিতা মনে পড়ে প্রাণময়ী মাকে।
পড়াশোনার পাশাপাশি ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা ও গান লিখি।
সাম্প্রতিক বিভিন্ন অনলাইন গ্রুপে লেখালেখি করেন। যেমন আন্তর্জাতিক সাহিত্য নিকেতনে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।