বুলেটিন নিউজ ২৪.কম পরিবারের জ্ঞাতার্থে
১. বুলেটিন নিউজ ২৪.কম পরিবারের কোনো সদস্য দুর্ঘটনা/সমস্যায় পড়লে ‘সকলে তরে, সকলে আমরা’ এই স্লোগানকে সামনে রেখে পাশে দাঁড়াবে বুলেটিন নিউজ ২৪.কম পরিবারের সদস্যগণ যার যার সামর্থ অনুযায়ি ও অফিস।
২. বুলেটিন নিউজ ২৪.কম পরিবারের সদস্যগণের নিউজ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর যার যার নিউজ সে তা প্রিন্ট করে সংরক্ষণ করবেন ও মাসিক সেমিনারে উপস্থাপন করা।
৩. বুলেটিন নিউজ ২৪.কম পরিবার নিয়ে নিয়মিত মাসিক সেমিনার।
৪. বুলেটিন নিউজ ২৪.কম পরিবারের সদস্যদের ভাল পারফরমেন্স-এর জন্য সম্মাননা ও পুরুস্কার বিতরণ।
৫. বুলেটিন নিউজ ২৪.কম পরিবারের সদস্যগণের আইডি কার্ড ইস্যু তারিখ থেকে পরবর্তী ৩ বছর অতিবাহিত হলে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে উপরের পদে পদ উন্নতি হবে।
[বি.দ্র. : নোটিশের ঘরে এই লেখাটা আজীবন থাকবে তৃতীয় স্থানে। সম্পাদক ও প্রকাশক কর্তৃক প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ।]
============================================================================================================================