কভারেজ নিউজমফস্বল সংবাদ

নৃত্যশিল্পী প্রীতি দাশ-এর জন্মদিন উদযাপন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম : চট্টগ্রামের ঐতিহ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর প্রশিক্ষণ একাডেমীর শিল্পী সদস্য নৃত্যশিল্পী প্রীতি দাশ’র জন্মদিন ৭ মে ২০২৪ মঙ্গলবার বিকাল ৫ টায় নগরীর কোতোয়ালি থানাধীন হাজারী লেইন মোহাম্মদিয়া মার্কেট বিল্ডিংয়ের চতুর্থ তলা নিজ বাসায় অনুষ্ঠিত হয়।

নৃত্যশিল্পী প্রীতি দাশ’র জন্মদিন অনুষ্ঠানে অভিনন্দন জানান একাডেমীর সাধারণ সম্পাদক ও আবৃত্তি প্রশিক্ষক সাবরিনা আফরোজা।

এ সময় উপস্থিত ছিলেন একাডেমীর উপদেষ্টা ডাঃ উদয় শঙ্কর রায়, যুগ্ম সাধারণ বায়োজিদ ফরায়েজী, অর্থ সম্পাদক সুভাষ দেবনাথ, সহ-সভাপতি নিহার রঞ্জন ভট্টাচার্য্য, একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরী, সদস্য সালমান রশিদ অভি, ত্রিপন্যা কর্মকার, অপর্ণা কর্মকার, নিলীমা দাশ, মন্টু দাশ প্রমূখ।

শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নৃত্যশিল্পী প্রীতি দাশ’কে ক্রেস্ট তুলে দেন একাডেমীর নেতৃবৃন্দ

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments