নীল কন্ঠ পাখি
মানব জনমে আসাকে ধিক্কার দিতে দিতে
অবশেষে না ফেরার দেশে চলে গেল নুসরাত।
আমি এক অসহায় পিতা, প্রতিবন্ধি ভাই
শুধু চেয়ে দেখলাম
আর ডুবে গেলাম চোখের জলের নোনা চোরাবালিতে
হে আমার প্রিয় স্বদেশ-
আমার কিছুই করার ছিলো না।
কাক আক্রান্ত হলে ঠোকর দেয়
কামড়ে ভারমুক্ত হয় কুকুর-
অথচ আমি মানুষ, কী ভীষণ অসহায়।
শুধু চেয়ে দেখলাম- আমার কিশোরী বোনটি আগুনেপোড়া শরীরে কাতরালো হাসপাতালের বেডে
যত্রতত্র রাজনীতির বন্যা বয়ে গেল
গভীররাতে টক শো মাতালো
কয়েকটি নেশাখোর মাতাল
উর্দিপরা চাটুকার ডুগডুগি বাজালো মিডিয়ায়
গাজায় সুখটান দিয়ে আবার ঘুমিয়ে গেল বুদ্ধিজীবিরা
হ্যান্ডকাফ পরা লেবাসি ধর্ষক পান চিবুতে চিবুতে
নির্লিপ্তভাবে হেটে গেল আদালত চত্তরে
আর অজ্ঞাত আসামির নগ্ন বেসাতি
করে গেল বেপরোয়া পুলিশ।
কী অদ্ভুত দেশ আমার!
একের পর এক অসভ্যতা পানের পিক ফেলল সবখানে
উপর্যুপরি ধর্ষণের স্বীকার হয়ে থেতলে গেল সভ্যতা
অগ্নি লেলিহানে পুড়ে গেলো তারুণ্যের সোহেল রানা
বঞ্চিতের রোনাজারিতে সয়লাব হলো
প্রেস্কলাবের ধুসর বারান্দা
বেতন না পেয়ে শরীর বেচে দিয়ে নিঃস্ব হলো বস্ত্রবালিকা।
সব দায় কাধে নিয়ে
পোড়া জখমের ক্ষত রাষ্ট্রের বুকে সেটে দিয়ে
গভীর রাতে ভারাক্রান্ত হৃদয়ে
সবার অগোচরে চলে গেল নুসরাত
আমার বেদনার নীলকণ্ঠ পাখি।
লেখক পরিচিতি-
এস এম বায়েজীদ বোস্তামী বাপ্পী।পিতা:মো আবু বক্কর সিদ্দিক,মাতা:মোছা বিউটি খাতুন ।কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নওদাবশ গ্রামে 2009সালের 12ই সেপ্টেম্বর শেখ পরিবারে জন্ম। 2018 সালে খড়িবাড়ি প্রতিভা কিণ্ডার গার্ডেন থেকে প্রাথমিক, 2024 সালে রাবাইতারী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। বর্তমানে সাইফুর রহমান সরকারী কলেজে অধ্যায়নরত।