সম্পাদকীয়

নামবিও’র প্রকাশিত ‘ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্সে প্রকাশিত যানজটের শহর ঢাকা

গবেষণা প্রতিষ্ঠান নামবিও’র প্রকাশিত ‘ওয়ার্ল্ড ট্রাফিক ইনডেক্স-২০১৯’এ তথ্য প্রকাশিত হয় যে বিশ্বের সবচেয়ে যানজটপূর্ণ শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা এবং দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। ২০১৮ ও ২০১৭ সালে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়তম এবং ২০১৬ সালে ঢাকার অবস্থান ছিল তৃতীয় ও ২০১৫ সালে স্থান ছিল অষ্টম।

পৃথিবীর বিভিন্ন দেশের রাজধানী এবং গুরুত্বপূর্ণ ২০৭টি শহরকে বিবেচনায় নিয়ে এ তালিকা প্রণয়ন করে নামবিও। যানজটের জন্য ঢাকার স্কোর ২৯৭ দশমিক ৭৬। অন্যদিকে ২৮৩ দশমিক ৬৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। ২৭৭ দশমিক ৮১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।

পৃথিবীর বিভিন্ন শহরের পরিসংখ্যান সংগ্রহ করে অনলাইনে প্রকাশ করে নামবিও। এসবের মধ্যে রয়েছে- জীবনযাপনের ব্যয়, অপরাধের হার, স্বাস্থ্যসেবার গুণগত মান ও যানজটের অবস্থা। জরিপ কার্যক্রমের  মধ্যে রয়েছে- সময় সূচক, সময় অপচয় সূচক, অদক্ষতা সূচক ও কার্বন নিঃসরণ সূচক।

সময় সূচকের ক্ষেত্রে কোনও গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগে তা তুলে ধরা হয়। এক্ষেত্রে বিবেচনায় নেয়া হয় কর্মস্থল বা স্কুলে যাতায়াতের সময়কে। অপরদিকে সময় অপচয় সূচকে অসন্তোষের বিষয়টিও উঠে আসে। জনসংখ্যার আধিক্য এবং ঘনবসতি এক্ষেত্রে বিবেচনা করা হয়।

অদক্ষতার সূচক মূলত ট্র্যাফিক ব্যবস্থাপনায় অদক্ষতা নির্দেশ করে। অর্থাৎ ট্র্যাফিক অব্যবস্থাপনা অর্থনৈতিক কর্মকাণ্ডে কী প্রভাব ফেলছে, তা বিবেচনা করা হয়। তাছাড়া যানজটে সময় অপচয়ের কারণে নিঃসরিত অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের মাত্রা নির্দেশ করে কার্বন নিঃসরণ সূচক।

যানজটপূর্ণ শীর্ষ ১০টি শহরের ৯টিই এশিয়ার। অন্য একটি শহর কেনিয়ার। শীর্ষ ১০ থাকা এই শহরগুলো হলো- নাইরোবি (কেনিয়া), জাকার্তা (ইন্দোনেশিয়া), কলম্বো (শ্রীলঙ্কা), মুম্বাই (ভারত), ম্যানিলা (ফিলিপাইন), শারজাহ (সংযুক্ত আরব আমিরাত) ও তেহরান (ইরান)।

পৃথিবীর বিভিন্ন দেশের রাজধানী এবং গুরুত্বপূর্ণ ২০৭টি শহরকে সংযুক্ত করা হয়। এরমধ্যে সর্বশেষ স্থানে আছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ভিয়েনায় যানজট সবচেয়ে কম। কম যানজটের শহরগুলোর তালিকায় রয়েছে যথা-ব্রুনো (চেক রিপাবলিক), কোপেনহেগেন (ডেনমার্ক), গুটেনবার্গ (সুইডেন) এবং ফ্রাঙ্কফুর্ট (জার্মানি)।

প্রতিষ্ঠানটি তথ্য সংগ্রহের ক্ষেত্রে দ্য ইকোনমিস্ট, বিবিসি, ফোর্বস, টাইম, দ্য নিউইয়র্ক টাইমস, বিজনেস ইনসাইডার, চায়না ডেইলি, দ্য টেলিগ্রাফসহ পৃথিবীর খ্যাতনামা বিভিন্ন সংবাদপত্র ব্যবহার করে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments