বুলেটিন নিউজমফস্বল সংবাদ

নাটোরের বীরকুৎসা হাজারদুয়ারি জমিদার বাড়ি সংস্কারের অভাবে মুখ থুবরে পড়েছে

ব্যুরো প্রধান, রাজশাহী বিভাগ : রাজশাহীর বাগমারার ইউনিয়ন যোগীপাড়া। এই ইউনিয়ন ঘেঁষে নাটোরের নলডাঙ্গা ও নওগাঁ আত্রাই উপজেলা। যোগিপাড়া ইউনিয়নের শেষ প্রান্তের গ্রামটির  নাম বীর কুৎসা। এখানে রয়েছে হাজার দুয়ারি জমিদার বাড়ি। সংরক্ষণও রক্ষাণাবেক্ষণের অভাবে এই জমিদারবাড়ির অনেক কিছুই বেহাত হয়ে গেছে। জমিদারবাড়ির পাশেই রয়েছে  বীরকুৎসা রেলওয়ে স্টেশান।  জানাযায়, জমিদারি প্রথা চালু থাকা  কালীন বীরকুৎসা ছিল একটি পরগনা। এ জমিদার ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দোপাধ্যায় ওরফে বিরুবাবু।পাশ্ববতী আত্রাই উপজেলার আমরুলডিহি বিশার রাজা ছিলেন গোপাল ধাম। প্রভাতী বালা নামে তাঁর এক রুপসী কন্যা ছিলেন।রাজ্য মাতা হওয়ার সুবাদে বীরেশ্বর  বন্দ্যোপাধ্যায় কন্যা প্রভাতী বালার নামে বীরকুৎসা পরগনা হস্তান্তর  করেন রাজা গোপাল ধাম।প্রভাতীবালা ছিলেন খুবই শৌখিন।তাঁর পছন্দমতো স্বামী বিরুবাবু বীরকুৎসায় গড়ে তোলেন একটি সুরমা অট্রোলিকা। এর ছিল এক হাজারটি দুয়ার। এ কারণেই এটি হাজারদুয়ারী জমিদারবাড়ি নামে পরিচিত। দেশভাগের পর ১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে বীরুবাবু স-পরিবারে ভারতে চলে যান।

বীরুবাবুর ঘনিষ্ট সহচর কালিপদের পরিবারের লোকজনএখনো বীরকুৎসাতেই আছেন। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, এই হাজারদুয়ারী রাজবাড়ি প্রত্নতন্ত বিভাগ তার নিয়ন্ত্রণে নিয়েছে। ২০১৮ সালের আগস্ট তারিখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয় এ সংক্রান্ত পরিপত্রজারি করেছে। স্থানীয়দের দাবি এই বীরকুৎসা হাজারদুয়ারী বাড়ি টি সংস্কার করে এখানে  একটি পযটন মটেল তৈরি করে এলাকারবাসীর বিনোদনের জায়গা সৃষ্ঠি করলে  সরকারের অনেক রাজস্ব  আয় বাড়বে বলে মনে করছেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments