বিনোদনবুলেটিন নিউজ

নাটক ক্রীতদাসের হাসি মঞ্চায়িত

বিনোদন প্রতিবেদক : রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় আজ ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চায়িত হয় শওকত ওসমান রচিত কালজয়ী উপন্যাস অবলম্বনে নাটক ‘ক্রীতদাসের হাসি’। উল্লেখ্য যে, নাটকটি ২৭ জানুয়ারিও মঞ্চায়িত হবে।

নাটকটির নি‍র্দেশনায় রয়েছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রধান ড. সাইদুর রহমান লিপন। নাটকটি পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সংস্কৃতি, সাহিত্য ও বিনোদন বিভাগের সংবাদক‍‍র্মী এবং সংবাদ সংশ্লিষ্ট আলোকচিত্রী ও ভিডিওচিত্রীদের জন্য ‘ক্রীতদাসের হাসি’ নাটকের একটি বিশেষ প্রদ‍‍র্শনীর আয়োজন করা হয়।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments