নাজাতের প্রথম দিন
এলো এলো রমাদান
করবো পালন সিয়াম,
গুনাহ মোদের আছে যত
প্রভুর কাছে চাইবো কিয়াম।
প্রভুর হুকুম পালনে
থাকবো মোরা ক্ষমার ধ্যানে,
প্রভু যেন ক্ষমা করেন
পাপী এই উম্মতরে।
সর্বদা তার হুকুমে থাকবো
মাসগুল,
প্রভুর প্রেমে করবো পালন
দূর করব সব ভুল।
সারাদিন থাকবো রোজা
প্রভুকে করবো খুশি,
তার হুকুমে ভাংবো রোজা
দোয়া করবো বেশি।
পাপ দেহে আছে যাহা
রমাদানে করিবো দূর,
প্রবিত্রতাই কাটাব রমাদান
পাপ করিবো দুর।
মুসলিম উম্মার খুশির দিন
এলো রমাদান মাস,
এক মাস সিয়াম হবে
রহমত পাবো সারা মাস।
ক্ষমা চেয়ে নেব মোরা
করব না আর পাপ,
জীবন যৌবন কাটিয়ে দেবো
প্রভু তাহা করিবে মাপ।
কবি পরিচিতি-
মোঃ আবু তাহেরক কবি ও সাহিত্যিক গ্রাম: মাজদিয়াড় ডাকঘর:মাজদিয়াড় থানা:দৌলতপুর জেলা:কুষ্টিয়া শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পেশা: চাকুরীজীবী গার্মেন্টস মেকানিক্যাল এক্সিকিউটি।