নাগরপুরে শ্রমিকদলের আনন্দ মিছিল
নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ৯০-এর স্বৈরাচারী আন্দোলনের সাহসী ছাত্রনেতা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, জেলা বিএনপি’র সহ-সভাপতি ও উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জনপ্রিয় ও কর্মীবান্ধব নেতা রবিউল আওয়াল লাভলু’র নেতৃত্বে নব গঠিত শ্রমিক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নাগরপুর মহিলা কলেজের সামনে থেকে শ্রমিক দলের ব্যানারে এ আনন্দ মিছিল বের করা হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ সকল মামলায় খালাস পাওয়া বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর পর কারাগার থেকে মুক্তি পায়।
আনন্দ মিছিলটি বের হয়ে শহরে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রবিউল আওয়াল লাভলু’র বাস ভবনে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, সাংগঠনিক সম্পাদক মো, রফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ খান ফারুক, যুবদলের (ভারঃ) আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল কবীর, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, সাধারণ সম্পাদক গোলাম মওলা মোস্তাফা, সহ-সভাপতি আলতাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম সরকার, মো. নুরুজ্জামান রানা, ওলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিকীসহ যুবদল, শ্রমিকদল, তাঁতী দল ও ওলামা দলের নেতাকমীরা উপস্থিত ছিলেন।