বুলেটিন নিউজমফস্বল সংবাদ

নাগরপুরে মামুদনগর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মো. তোফাজ্জ্বল হোসেন তুহিন : টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় উপজেলার মামুদনগর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল (৫২) গ্রেফতার। রবিাবর দুপুরে মামুদনগর মধ্য বাজার থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। সে উপজেলার মামুদনগর গ্রামের মৃত. শাহ মাহমুদের ছেলে। তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে শান্তি পূর্ণ ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালন কালে একটি সন্ত্রাসী দল বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায়। উক্ত হামলার ঘটনায় মো. মনির হোসেন নামের এক ছাত্র ১২৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৫০/২০০ জনের নাম উল্লেখ করে নাগরপুর থানায় মামলা দায়ের করেন। সিআর মামলা নং ১৪/২০২৪ তারিখ ০২/০৯/২৪ইং।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় মামুদ নগর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল কে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments