কভারেজ নিউজমফস্বল সংবাদ

নাগরপুরে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মো. তোফাজ্জ্বল হোসেন তুহিন, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, নাগরপুর, টাঙ্গাইল : বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে বিজয় লাভ করে। এ বিজয় কে কেন্দ্র করে একটি মহল তাদের স্বার্থ হাসিল করতে দেশের বিভিন্ন জায়গায় অরাজগতা তৈরি করে চলছে। এতে বিঘ্নিত হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তাই টাঙ্গাইলের নাগরপুরে সকল রাজনৈতিক দল. ছাত্র সমন্বয়ক, হিন্দু সম্প্রদায়, সাংবাদিক, ইউপি চেয়াম্যান ও সুশিল সমাজের অংশগ্রহণে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ১১ আগস্ট (শনিবার) দুপুরে নাগরপুর উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল হায়দার।
এ সময় ছাত্রদের সমন্বয়ক মাহির ফয়সাল, রুনা আক্তার ও ইদ্রিসসহ বিএনপি, জামাত, জাতীয় পার্টি, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউপি চেয়াম্যানগণ বক্তব্য রাখেন।
আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন সদস্য, হিমেল, মনির, ওহাব, মেরিনা মালিহা, সিমান্ত, শামিম, সুজন, সর্দার আশরাফ, জিহাদ, মীম, মিষ্টি ও নাছিমা আক্তার।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments