নাগরপুরে ডিকেআইবি’র কমিটির শপথ গ্রহণ
[টাঙ্গাইল] ৭ নভেম্বর, ২০২৪ [বুলেটিন নিউজ ২৪.কম] : টাঙ্গাইলের নাগরপুরে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ নাগরপুর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে নাগরপুর কৃষি হল রুমে প্রিজাইডিং অফিসার এ অনুষ্ঠানের আয়োজন করেন। ২৫ অক্টোবর নির্বাচনের মাধ্যমে সভাপতি মো. আব্দুল বাছেদ মিয়া, সাধারন সম্পাদক মো. রুবেল আহম্মেদ ও কোষাদক্ষ্য ইব্রাহিম হোসেনসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উপ-সহকারি কৃষি অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মো. আব্দুল জলিল নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন শাকিল ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম। এসময় কমিটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।