নলকা ফুলজোর নদী থেকে মাছ ধরার ২১টি চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ফেললেন নৌ-পুলিশ
মোঃ ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ : ৪ মে (শনিবার ) বিকালে ফুলজোর নদীর তীরবর্তী এলাকা বকুলতলা ঘাটে অভিযান চালিয়ে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও ডিমওয়ালা মাছ ধরার কাজে ব্যবহৃত ২১টি চায়না দুয়ারী জাল জব্দ করার পর আগুনে পুড়িয়ে ফেললেন নৌ-পুলিশ।
নৌ-কর্মকর্তা সবুজ ইসলাম বলেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান-এর নির্দেশে ফুলজোর নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাতানো দাবিদারহীন ২১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
নৌ-কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, চায়না দুয়ারী জাল সব রকম মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জালে বিশেষত দেশীয় ছোটমাছ ও মাছের পোনা সহজেই আটকা পড়ে এবং অনেক মাছ ও পোনা মারা যায়।মাছের উৎপাদন বৃদ্ধিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিশেষ করে ডিমওয়ালা মা মাছ ও রেণু পোনা যাতে জেলেরা আহরণ করতে না পারেন, সে জন্য আমরা কঠোর অবস্থান নিয়েছি