“নরপশু”
ঘুমিয়ে ছিল আছিয়া রাতের অন্ধকারে
ভোরে সে জ্ঞান হারালো পশুর অত্যাচারে,
পশুরাও লজ্জা পেল,রূপ দেখে নরপশুর
সেই পশু আর কেউ নই তার বোনের শ্বশুর।
আছিয়ার ছোট্টো শরীর আঁতুড়ের গন্ধ তাতে
আছে পড়ে তার নিথর দেহ,কাঁপছে যন্ত্রণাতে,
গল,গল করে ঝরছে ফেনা নিষ্পাপ ঐ মুখে
বড় বোনের আহাজারি জড়িয়ে ধরে বুকে।
বাংলার মাটি কম্পিত আজ নর পশুর বাসে
লজ্জিত আজ পবিত্র মাস আছিয়ার দীর্ঘশ্বাসে,
আজও তার জ্ঞান ফেরেনি শরীরে রক্ত ক্ষরণ
মা গো তুই ক্ষমা করিস ধরি তোর দুটি চরণ।
লেখক পরিচিতি: মোঃ আক্তারুজ্জামান আক্তার ৬ই জুলাই ১৯৯৯ খ্রিষ্টাব্দে যশোর জেলার কেশবপুর থানার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ আব্দুল গফুর ও মাতা সুফিয়া বেগমের চার সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তিনি গরিব কৃষক পিতা-মাতার সন্তান হওয়ার পরেও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের পড়াশোনা চালিয়ে যান।
তিনি ২০১৪ সালে সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউট থেকে এসএসসি ও ২০১৬ সালে আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি সরকারি ব্রজলাল (বিএল) বিশ্ববিদ্যালয় কলেজ, খুলনা থেকে ২০২০ সালে বিএ ও ২০২১ সালে এমএ সম্পন্ন করেন। ছোটবেলা থেকে কবিতা ও গল্প লেখার প্রতি ছিল তাঁর প্রবল আগ্রহ। তিনি কবিতা ও গল্প লেখার মাধ্যমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে বহু পুরস্কার লাভ করেন। যার মধ্যে উল্লেখযোগ্য সরকারি ব্রজলাল (বিএল) বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক প্রকাশিত শতবর্ষ সংখ্যা বিহঙ্গতে “আমার জেলা যশোর কবিতা” ও সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ সংসদ কর্তৃক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে পুরস্কার প্রাপ্ত “সরকারি বিএল কলেজ কবিতা”। এছাড়া যৌথ প্রকাশনায় “শত কবিতার সমাহার” অশ্রুজলে লেখা শত কবিতা, ভালোবাসি তোমায় বাবা,গল্পে গল্পে হারিয়ে যাবো” অশ্রু জলে লেখা কবিতা,সেই তুমি নেই আজ,ছুয়ে দাও কল্পনায়,আকাশ ভালোবাসি,গৌধূলিবেলা,স্মৃতির পাতায় আগস্ট সহ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি খুলনাতে বসবাস করছেন।
পাঠকের যোগাযোগের ঠিকানা:প্রেম হোক কবিতার সাথে Facebook Page
Md Aktaruzzaman Aktar Facebook accounts.
মোবাইল: ০১৫১৭-৮৫৮৮১৬