সাহিত্য আসর

“নওজোয়ান”

হে নওজোয়ান!
তোর কি রে আর ভাঙবেনা ঘুম,
বল্ তুই বল
কোন অলসতা দিছে তোরে চুম।
তুই চেয়ে দেখ
ফিলিস্তিনের পূর্ণভূমিতে
দেখ চেয়ে দেখ
রক্তকোমল ফুটিছে রক্তে।
চেয়ে দেখ ওই
লাশের সারিতে তোর ভাই,বোন,
বল তুই বল
রক্ত দেখে কি তোর কাঁদে মন?
ওরে জেগে ওঠ
কত মা’য়ে কাঁদে সন্তান লাগি,
চোখ মেলে দেখ
কত বোন কাঁদে আজ স্বামী ত্যাগী
তুই জাগা ওঁজ
ধ্বংস বীনা দে বাজিয়ে ধরাতে
কাঁপুক বিশ্ব
তোর সে হিংস্র ভয়াল থাবাতে।
উল্কা হয়ে যা
আঘাত হান রে ইহুদির বুকে,
বদ কর সব
ইজরায়েলির জানোয়ার দেখে।
ফিরিয়ে দে তুই
শান্তির ধারা বিশ্ব মাঝেতে,
স্বরবে বিশ্ব
তোর অবদান, সকাল সাঁঝেতে।

 

লেখক পরিচিতি- কবি গাজী জিয়াউর রহমান। তিনি ১৯৯৬ সালে যশোর জেলার অন্তর্গত বাঘার পাড়া থানা,মাহমুদ পুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তার পিতার নাম আশরাফ আলী। মায়ের নাম রাবেয়া বেগম।তিনি ২০১৮ সালে যশোর এম এম কলেজ হতে অর্থনীতিতে মাষ্টার’স সম্পন্ন করে।তিনি ছাত্র জীবন থেকে লেখালেখি করেন।বিভিন্ন অনলাইন পত্রিকা, ই-ম্যাগাজিনে নিয়মিত তার লেখা প্রকাশিত হচ্ছে।বর্তমান তিনি একজন চিকিৎসক হিসেবে
চিকিৎসা সেবা প্রদান করছেন।

image_print
Spread the love
4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments