নওগাঁর আত্রাইয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে এমপি সুমনের মত বিনিময় সভা
একেএম কামাল উদ্দিন টগর, সিনিয়র স্টাফ করেসপনডেন্ট, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে মাসিক সমন্বয় সভা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৯ মার্চ বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমন্বয় সভা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাযহারুল ইসলাম, ইনস্ট্রাক্টর উপজেলা রির্সোস সেন্টার রবিউল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হারুনার রশিদ, সহকারী শিক্ষা অফিসার মোঃ তোফায়েল আহম্মেদ, সহকারী ইন্সট্রাকক্টর আ খ ফররুখ আহম্মেদ, প্রধান শিক্ষক আজহার আলী, সহকারী শিক্ষক পারভীন আকতার, পাথাইল ঝাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিমা আকতার, ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই নওগাঁ কামাল উদ্দিন টগর, উপজেলা স্বেবচ্ছা সেবক লীগের সভাপতি আবু উজ্জল সহ উপজেলার একশত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার পবিত্র কুমার প্রামানিক । [ছবি : আসিফ হাসান]