সাহিত্য আসর

ধারাবাহিক উপন্যাস “অনুর্ণবিষাদ”

(তুমি চাইবে)

তুমি,
আমাকে ডেকো একদিন একটিবার,
তাহলে বুঝবে কতোটা কাঙ্গাল তোমার প্রেমে।
কতো আনমনা, কতোটা কষ্ট বাসা বেঁধেছে আমার হৃদয় গভীরে। 

তুমি ডাকলে
হৃদয়ে পরিপূর্ণ কষ্টের সমুদ্র ফেলে
ভাবনা শক্তির থেকেও দ্রুত গতীতে পূর্ণপ্রেমর অনুভূতি ছোঁব-
বিলম্ব করবো না দৃষ্টির পলকের সম। 

তুমি চাইলে
নিজেকে ভেঙেছুঁড়ে নতুন করে গড়তে পারি,
পৃথিবীর সব প্রফুল্ল, আনন্দ,হতে পারি তোমার-
বানাতে পারি ভালোবাসার তাজমহল। 

তুমি স্মরণ করলে-
পরকাল থেকেও ছুটে আসবো,
ছুটে আসবো স্রষ্টার করুণার প্রতীক হয়ে।
তুমিহীন কোনো শহরে থাকবো না আর
প্রেম-পাখি হয়ে ছোঁব হৃদয় উজার করা ভালোবাসা তোমার। 

 

(লেখক শফিকের লেখা পরবর্তী পর্ব পড়তে বুলেটিন নিউজ ২৪.কমে চোখ রাখুন)

 

কবি পরিচিতি-

মো.শফিকুল ইসলাম শফিক ১৩ /১০/১৯৯৭ সালে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের নেত্রকোণা জেলার আটপাড়া থানার সুখারী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড দেওশ্রী গ্রামে মধ্যবিত্ত সম্ভ্রান্ত পরিবারে  জন্মগ্রহণ করেন।

পিতা-মো.আলতাবউদ্দিন (পেশায় একজন কৃষক) মাতা-মিনা আক্তার (পেশায় গৃহিণী)

কবি ছিলেন পরিবারের বড় সন্তান এবং তার ছোট একটি ভাই এবং বোন ছিলো।

ভাইয়ের নাম-ইমরান হোসেন, বোন-শাহানাজ আক্তার। 

কবি ছোট থেকেই ছিলো খুব শান্ত ও ভাবুক স্বভাবের খুব কম কথা বলতেন তিনি। 

মায়ের হাতে তার বর্ণ শেখা, মায়ের কাছেই প্রথম শিক্ষা শুরু। 

কবি তার নিজ গ্রামের দেওশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণী শেষ করেন।

তারপর ধর্মরায় রামধন উচ্চ বিদ্যালয় থেকে ২০১১ সালে জে এস সি এবং ২০১৩ সালে এস এস সি সার্টিফিকেট অর্জন করেন। 

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও খুবই খ্যাতি ছিলো তার সে সাথে ছোট ছোট ছড়া, কবিতা ও বেশ ভালো লিখতেন। 

এস এস সি রেজাল্ট হাতে নিয়ে সরকারী হাজ্বী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ (মদন) গিয়ে ভর্তি হোন। 

একটি বছর ভালোভাবেই কেটে যায় কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়েই শুরু হয় টানাটানি, তাই তিনি পাড়ি জমায় সুদূর শহরে কর্মের সন্ধানে। 

নারায়ণগঞ্জ শহরে তার সহপাঠী জোসেফ এর কাছে আশ্রয় নেন। 

জোসেফের হাত ধরেই শুরু হয় তার কর্মজীবন।

কর্মজীবনের ব্যস্থতায় ফাইনাল পরীক্ষা থেকে বঞ্চিত হয়ে ২০১৭ সালে মদন আদর্শ কারিগরি বাণিজ্য কলেজ থেকে এইস এস সি সার্টিফিকেট অর্জন করেন। ১৭ ই জুন ২০২৪ সাল,  জেসমিন আক্তারকে তার একাকীত্ব জীবনের সঙ্গিনী  করে  সংসার জীবনের পথ চলা শুরু করেন। 

কবি’র কিছু উল্লেখযোগ্য কবিতা- বঙ্গমদ,জ্বালবে তবু চিতা,নবী’র গুণগান,ভাত দে,আমাদের গ্রাম,মা,বাবা,একই বৃন্থে দুটি ফুল,মৃত্যু নয় প্রস্থান,অভিযোগ,বিদায় বেলা,ছড়া-ছোট্ট খুকি,ঈদের খুশি সর্ব ঘরে।

প্রকাশিত যৌথকাব্য-প্রিয়ো নবী’র ভালোবাসা,দুঃখের আঁধার রাত্রি,কবি উদ্যান,কবি’র কলমে বিশ্ব,মতৃস্নেহ।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments