দৈনিক সংবাদ
এখন আমি কর্মময়, উদ্দোমি এক যুবক।
নগর জুরে ফুটপাতে থাকা, দুখী মানুষের সেবক।
এখন আমি ন্যায়ের পথে, অন্যায়ের প্রতিবাদ।
এখন আমি অধিকার আদায়ে, দৈনিক সংবাদ।
এখন আমি নগর জুরে, এক দফা এক দাবী।
মানুষগুলোকে আমরা যেন, মানুষ বলেই ডাকি।
কেন ছিন্নমূল আর টোকাই ভেবে, এতো অবহেলা অনাদর।
কেন অধিকার থেকে বঞ্চিত ওরা, পায়নি বাবার আদর।
কেন বাবার নামটি হয়নি জানা, অজানা কি কারণ।
নাম ঠিকানা নয় অজানা, যিনি গর্ভে করে ধারণ।
পালিয়ে যাওয়া স্বামীর খোঁজে, অসহায় কতো নারী।
দুধের শিশু কোলে নিয়ে, অচেনা পথ পাড়ি।
চেনা পথেই ঘুরছে দেখ, চেনা মানুষ নিরবধি।
হঠাৎ কোথাও মুখোমুখী, চেনা জানার অস্কৃতি।
তাই এখন আমি সত্য বলার, জায়গাটুকু খুঁজি
মানবতা আর মানব অধিকার, হারিয়ে গেছে বুঝি।
—মোঃ রায়হান খান