সাহিত্য আসর

“তুমি মানেই অন্যরকম”

তুমি মানে আমার লেখা,
অগ্রের সুরকার।
তুমি মানে কবির প্রাণে,
মৃত শব্দের জোগাড়!

তুমি মানে ভালোবাসার,
নির্যাসের তাজমহল!
তুমি মানে আমার চোখে,
পুলক প্রেমের জল।

তোমার চোখের নয়ন জুড়ে,
মায়া বাঁধার দৃষ্টি।
তুমি মানে বর্ষাকালের,
রিম্ ঝিম্ প্রেমের বৃষ্টি!

তুমি মানে জগতজুড়ে,
বিশাল স্মৃতির পাতা।
তুমি মানে আমার লেখা,
বিরহের কবিতা।

তুমি নামক প্রাণ থাকলে,
খুশিতে থাকে যে মন।
তুমি মানে না পাওয়া,
বেদনা’য় কাঁদে এ মন।

সবার তরে মন বাঁধে না,
মন কেনো চায় ইতি?
তুমি মানেই অন্যরকম,
চিত্তের অনুভূতি।

 

লেখক পরিচিতি-
কবি হাসিব ২০০৩ সালের ১০ই জানুয়ারি গাজীপুর জেলার কাপাসিয়া থানার দড়িমেরুন গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম আব্দুল হামিদ এবং মাতার নাম আয়শা। তিনি ২০১৯ সালে দড়িমেরুন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০২১ সালে তারাগঞ্জ এইচ.এন. স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ধলাদিয়া ডিগ্রী কলেজে বাংলা বিভাগের প্রথম বর্ষে(২১-২২) স্নাতক সম্মান এ অধ্যনয় রয়েছে। তার উল্লেখযোগ্য যৌথ কাব্যগ্রন্থ: তুমি মানেই অন্যরকম, প্রিয় প্রাণ্ডুলিপি ও উল্লেখযোগ্য কিছু কবিতা: বিজয়ের অষ্টপ্রহর, বিদ্রোহের সুর, ব্যর্থ কবি, সনেট লিখতে চায় মন, মা-জননী, তুমি মানেই অন্যরকম।

image_print
Spread the love
1 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments