বুলেটিন নিউজমফস্বল সংবাদ

তিস্তার চরে ভুট্টার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষক

বাসুদেব রায়, স্টাফ করেসপনডেন্ট, ডিমলা, নীলফামারী : নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তার চরে ভুট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার ফলন বেশি হওয়াতে কৃষকরা ধান গমের পাশাপাশি ভুট্টা চাষে মনোযোগ দিয়েছেন। মাঠে মাঠে ভুট্টার ফুলে বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার তিস্তার চরে সবুজে ছেয়ে গেছে ভুট্টার মাঠ। ধানের চেয়ে কম খরচে হয় ভুট্টার চাষ। একদিকে খরচ কম অন্যদিকে উৎপাদনে ধানের চেয়ে ভুট্টার ফলন প্রায় দ্বিগুণ। প্রতি বিঘা জমিতে ভুট্টা চাষে কৃষকের খরচ আট থেকে নয় হাজার টাকা। এক বিঘা জমিতে ৩৫ থেকে ৪০ মণ ভুট্টা ঘরে তোলে কৃষকরা।
ভুট্টা পরিচর্যা করার সময় কয়েক কৃষক দাবি করেন, কৃষি অফিসের জনবল বৃদ্ধি করে ভুট্টা চাষে আরও সেবা দিলে, তারা আরও বেশি ভুট্টা উৎপাদন বৃদ্ধি করতে পারবে।
কিসামত চরের ভুট্টাচাষি রশিদুল ইসলাম বলেন, ‘প্রতি বছর আমি ৫ বিঘা জমিতে ভুট্টা আবাদ করে আসছি। ধানের চেয়ে খরচ কম করে দ্বিগুণ ভুট্টা উৎপাদন করা যায়। অনেক আশা করে জমি প্রস্তুত করে ভুটার রোপণ করেছি। আশা করছি এবছর ভুট্টার ভাল ফলন হবে। ভাল ফলন পেলে পরিবার পরিজনদের নিয়ে সুখে থাকতে পারবো।
টেপা খড়িবাড়ী ইউনিয়নের চর খড়িবাড়ী গ্রামের আদর্শ কৃষক জিন্নত আলী বলেন জেগে উঠা তিস্তা পারে চরের জমিতে ৭ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। ভালো ফলন পেলে আগামীতে আরও বেশি করে ভুট্টা লাগাবো।
পূর্ব ছাতনাই গ্রামের কৃষক আব্দুল লতিফ বলেন, এলাকার যে-সব জমিতে পূর্বে বোরো চাষ করা হত সেসব জমির অনেক গুলোই আমরা এবার ভুট্টা চাষ করছি। বোরো চাষে উৎপাদন খরচ অনেক বেশি অথচ যখন ধান কাটা মাড়াই শুরু হয় তখন ধানের বাজারে ধস নামে। ফলে অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই উঠেনা। কিন্তু ভুট্টার উৎপাদন খরচ যেমন কম দামও তেমন বেশি থাকে। এ জন্য আমরা ভুট্টা চাষে এবার ঝুঁকে পড়েছি।
বাইশপুকুর গ্রামের ভুট্টাচাষী সিরাজুল ইসলাম বলেন, এবার ভুট্টা চাষ করছি। আশা করি ফলনও বাম্পার হবে। তবে ন্যায্য দাম পেলে কষ্ট সার্থক হবে।
ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সেকেন্দার আলী জানান, এবছর চলতি মৌসুমে তিস্তার চরে ২ হাজার ৫শত ৪০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এবছর ভুট্টাচাষিরা উচ্চ ফলনশীল হাইব্রীড ৯৮১, এমকে ৪০সহ বিভিন্ন জাতের ভুট্টা জমিতে চাষ করেছেন। আমরা প্রতিনয়িত মাঠে কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে আসছি। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি এবছর কৃষকরা ভাল ভুট্টার ফলন পাবেন।

image_print
Spread the love
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments