ডিমলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা
বাসুদেব রায়, ডিমলা, নীলফামারী : নীলফামারীর ডিমলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ ১২ জুন (বুধবার) সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশন ডিমলা উপজেলার ফিল্ড সুপারভাইজার ইয়াদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউএনও উম্মে সালমা।
অন্যান্যদের মধ্যে ছিলেন- ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীষ রায়, ইসলামিক ফাউন্ডেশনের নীলফামারী জেলার মাষ্টার টেইনার হুসাইন আহম্মেদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও নারী পুরুষ অংশগ্রহণ করে।