ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন
বাসুদেব রায়, স্টাফ করেসপনডেন্ট, ডিমলা, নীলফামারী : নীলফামারীর ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন করা হয়। গত শুক্রবার বিকেলে ডিমলা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নারী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়,মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, ডিমলা থানা ওসি দেবাশীষ রায়, ওসি (তদন্ত) আব্দুর রহিম, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান এএইচএম ফিরোজ সরকার, জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, খগা খড়িবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন সহ এলাকার সর্বসাধারণ।
উদ্বোধনী খেলায় যে, দু’টি দল অংশগ্রহণ করেছেন ডিমলা উপজেলা নারী ফুটবল দল বনাম বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নীলফামারী নারী ফুটবল দল।
জানা যায় ৫ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে ২৯ ডিসেম্বর ২০২২ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাহিদ হাসান রাসেল উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।