ডিমলায় যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালন
বাসুদেব রায়, স্টাফ করেসপনডেন্ট, ডিমলা, নীলফামারী : নীলফামারীর ডিমলায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ৭ মার্চ পালন করা হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ-২০২৪) সকালে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের আয়োজনে বিজয় চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা ও মোনাজাত হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইউএনও নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
অন্যান্যদের মধ্যে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আও.লীগের সাধারন সম্পাদক মো: আনোয়ারুল হক সরকার মিন্টু, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, সহকারী কমিশনার ভূমি ফারজানা আখতার, ওসি দেবাশীষ রায়, ওসি (তদন্ত) আব্দুর রহিম, কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা রাসেদুজ্জামান রাসেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সদর ইউ.পি চেয়ারম্যান এএইচএম ফিরোজ, ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।