ডিমলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বাসুদেব রায়, স্টাফ করেসপনডেন্ট, ডিমলা, নীলফামারী : নীলফামারীর ডিমলা উপজেলা প্রসাশনের আয়োজনে দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং সূর্যদয়ের সাথে সাথে শহীদ স্মৃতি অম্লান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পূষ্পমাল্য অর্পণ, দোয়া ও মুনাজাত করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা এর সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেসটুন ও শান্তির পায়রা উড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াত সহ দিনের কর্মসুচি শুরু করে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আনোয়াারুল হক সরকার মিন্টু, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, কৃষি অফিসার সেকেন্দার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ওসি দেবাশীষ রায়, ওসি (তদন্ত) আব্দুর রহিম, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সামছুল হক, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, যুগ্ম আহবায়ক আব্দুর রশীদ লেবু, ইউপি চেয়ারম্যান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাগণ, সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সহযোগী রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এনজিও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাধীনতা দিবসে থানা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আনছার বাহিনী, স্কার্উস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সন্মিলিত কুজকাওয়াজ হয়।