ডিমলায় মহান মে দিবস পালন
বাসুদেব রায়, ডিমলা, নীলফামারী : জাতীয় শ্রমিকলীগ ও ডিমলা শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে নীলফামারীর ডিমলায় মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১ লা মে) সকালে কর্মসূচি পালন করেন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠন। বিজয় চত্ত¡র বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অপর্ণের মধ্য দিয়ে সংগঠনটির কর্মসূচি শুরু হয়। পরে ডিমলা বিজয় চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও ডিমলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান খান লোহানী সভাপতিত্বে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- ইউএনও উম্মে সালমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ, জাতীয় শ্রমিক লীগ ডিমলা উপজেলা শাখার সভাপতি ও ডিমলা মটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম, জাতীয় শ্রমিক লীগ ডিমলা উপজেলা শাখার সহ সাধারন সম্পাদক পরিমল রায়, ডিমলা ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোশফিকুর রহমান রিপন, ও জাতীয় শ্রমিক লীগ, ডিমলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম ভূইঁয়া, শ্রমিক লীগের কোষাধ্যক্ষ পলাশ চন্দ্র রায় ডিমলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মাহাবুব ইসলাম সহ শ্রমিকলীগের সকল নেতাকর্মীগণ।