বুলেটিন নিউজ ২৪.কম

Home » ডিমলায় বিএনপি’র জনসমাবেশ মানুষের ঢল

ডিমলায় বিএনপি’র জনসমাবেশ মানুষের ঢল

by বুলেটিননিউজ২৪
০ comments

বাসুদেব রায় : নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপি’র জনসমাবেশে সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের ভার্চুয়ালি বক্তব্য শুনতে নেতাকর্মীরা জনস্রোতে পরিণত হয়।

আজ ১৬ নভেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টায় ডিমলা ইসলামিয়া কলেজ মাঠে আমেরিকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

সমাবেশে ডিমলা উপজেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি সাইফুল্লা রুবেল, সাধারন সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী, পৌর বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. আল মাসুদ, উপজেলা বিএনপি’র সহসভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, সদর উজেলা যুবদলের আহবায়ক সোহাগ খান লোহানী, যুগ্ন আহবায়ক আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক নুর আলম, ওয়ার্ড সভাপতি আবু বক্কর সিদ্দিক জাফর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, জেলা ছাত্রদলের সদস্য সেলিম ইসলাম সাগর সহ জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশী এটাই হোক সবচেয়ে বড় পরিচয়। এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নেই। আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন। বাংলাদেশ বির্নিমাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা ১৬ বছর ধরে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং তাদের আদর্শে অবিচল রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার মানোন্নয়ন, নারীদের শিক্ষার প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবে। দেশের সকল নাগরিকেই সমান। ধর্ম যার যার রাষ্ট্র সবার।

image_print
Spread the love

You may also like

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

সম্পাদক ও প্রকাশক মো. মনজুরুল ইসলাম (মনজু)

©2022 Bulletinnews24. All Right Reserved. Designed and Developed by bulletinnews24.com